স্যাটেলাইট চ্যানেলের ‘টক-শো’
কিছুদিন
ধরে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের ‘টক-শো’ গুলোর দিকে বিশেষ লক্ষ করছি।
কিছু চ্যনেল সরকারের দোষগুলো আপ্রাণ ভাবে ঢাকার চেষ্টা করছে। আবার কিছু
চ্যানেল সত্য প্রকাশ করার প্রয়াস চালাচ্ছে।

যেমন ধরা যাক বুয়েট ইস্যু:
খবরে দেখলাম বুয়েটের এক ছাত্রী বলছেন, ‘সরকারে কাছে সকল ছাত্র-ছাত্রী এবং
শিক্ষকের চেয়ে উপাচার্য ও সহকারী উপাচার্যের গুরুত্ব যদি বেশী হয়, তাহলে
বুয়েট ক্যম্পাসে শুধু উপাচার্য আর সহ: উপাচার্যই থাকবেন, আমরা থাকব না।’ আর একটি চ্যনেলের খবরে ‘দেখলাম বুয়েটের শিক্ষকরা পদত্যাগ করবেন কেন’ এ নিয়ে তীব্র সমালোচনা চলছে।
বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীরা বুয়েটে পড়াশোনা করছে। ভাল মানের
শিক্ষকগণ এখানে শিক্ষাদান করে থাকেন। কিন্তু সরকার ছাত্র-ছাত্রী ও
শিক্ষকদের দাবীকে অগ্রাহ্য করছে, তাতে সবার ভেতর প্রতিক্রিয়া হতেই পারে যে,
সরকারের আসল লক্ষটা কি? এতগুলো মেধাবী ছেলে- মেয়ে ও শিক্ষক তো একসাথে পাগল
হয়ে যেতে পারে না ! তবুও তাদেরকে পাগল ঠাওরানোর হাস্যকর প্রচেষ্টা চলছে।
তাই আসু সমাধান কল্পে সবার উচিৎ নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিবাদ করা।
আসুন সবার মনের সত্য চিন্তাগুলো সবার সাথে শেয়ার করি।
like us:
https://www.facebook.com/truthexpo.org
join us:
https://www.facebook.com/groups/342695525804785/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন