রবিবার, ৩ জুন, ২০১২

আমার বরিশাল

গত ৩১-০৫-২০১২ তারিখ আমি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেই। সুরভী-৭ লঞ্চে, সাথে আমার জীবন সাথী। আমাদের প্রথম লঞ্চৃ ভ্রমন। আমরা খুবই খুশি আর হাস্যজ্জল চেহারা নিঢে লঞ্চে হাটা হাটি করছি। লঞ্চের অন্যান্য যাত্রীরা আমাদের দিকে অন্য ভাবে তাকাচ্ছে। খুব মজা পা্িচছ। প্রায় ৫ মাস পর বরিশাল যাচ্ছি। আমার প্রানের বরিশাল। ভালবাসি অনেক। বরিশালের আলো বাতাশ, মাটি, নদী নালঅ খাল বীল, সব কিছুই আমার অনেক আপন। অনেক রাত জেগে রাতের নদী উপভোগ করলাম। গল্প আর আড্ডায় মেতে ছিলাম।

সকাল ৬.৩০ মি. আমরা লঞ্চ থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে টের পেলাম আমার বরিশাল অনেক বদলে যাচ্ছে। রাস্তা-ঘাট সব উন্নত হচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের চলারপথ সুন্দর আর আধুনিক করার জন্য চেষ্টা করি। অনেক প্রযুক্তির ব্যবহার করি। কিন্তু এই প্রযুক্তি গুলোই আমাদের জীবন বেশি কঠিন করে তোলে। তা কি আমরা টের পাই। পাই না। বিষয়গুলো দেখে আমার ভাল লাগল আবার অন্য দিক থেকে আমার খারাপ লাগা শুরুকরল। আমি আমার বরিশালের বাতাস দুষিত দেখতে চাই না। সব মানুষগুলো কে যান্ত্রিক দেখতে চাই না।

কিন্তু আমার আর্তনাদ কে শোনে। ...?????

ঘাটে নেমে আমি পাগল প্রায়... আমি বরিশালে আছি ভেবেই।

যাই হোক,
এখন অনেক শান্তিপুর্ন একটা ব্যস্ত সময় কাটাচ্ছি। বাবা-মা, বোন, ভাগনে, আর ্আমার মেঝ বোন রিমির নর্সারীর সব গাছ গুলো নিয়ে। আবার ফিরে যেতে হবে যান্ত্রিক শহর ঢাকায় ৫ জুন।

ভাবতেই ভাল লাগছেনা।
তার পরও যেতে হবে। বলতে বাধা নেই যে, ঢাকা কে আমিও ভালবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন