১২-১২-১২ তে হয়ে গেল আমার অভিনিত প্রথম ফিল্ম ‘ক্যানভাস’ এর শুভ মহরত। রাত ৮.০০ টায় করার কথা থাকলেও শুরু হয়েছিল রাত ৯.০০ টায়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও গুনিজন।
সাংবাদিক এবং বাংলাফায়ারের সি. ই. ও. মাহমুদ ফাহাদ এর উপস্থাপনায় মহরত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও মাস্তুল লি: এর চেয়ারম্যান জনাব বোরহান মাহমুদ এবং মাস্তুল লি: এর ম্যানেজিং ডিরেক্টর আজিজ সাইফুল্লাহ।
